জোরকদমে চলছে “দুয়ারে সরকার ” শিবির, শিলিগুড়িতে মানুষ ভীড় করছেন প্রতিটি ক্যাম্প জুড়েই
শিলিগুড়ি : শিলিগুড়িতে চলছে দুয়ারে সরকার শিবির। এই মাস ধরে পুরোপুরি চলবে দুয়ারে সরকার শিবির। শিলিগুড়িতে মোট ৫ টি বোরোর অন্তর্গত মোট ৪৭ টি ওয়ার্ডেই শুরু হয়েছে “দুয়ারে সরকারের ক্যাম্প” যেখানে পাওয়া যাবে লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা এবং বার্ধ্যক্য ভাতার আবেদন পত্র। আবেদন পত্র পাওয়া যাচ্ছে ক্যাম্পের একেকটি জায়গাতে। আবেদনপত্র নিয়ে সেটার ফর্ম পূরন করে তা জমা করতে মানুষ ভীড় করছেন প্রতিটি এলাকা জুড়ে। জানা গেছে যারা এখনো আবেদনপত্র জমা করে প্রকল্পের সুযোগ এবং সুবিধা পান নি তারা আবার জমা করতে এসেছেন। আর যারা নতুনভাবে আবেদনপত্র জমা করেছেন তাদের কথা একেবারেই আলাদা। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানিয়েছেন প্রতিটি ক্যাম্প জুড়েই বিপুল সাড়া পাওয়া গেছে। আগামীদিনে ভীড় আরো বেড়ে যাবে বলেই জানিয়েছেন তারা।