তপশিলি জাতি-উপজাতিদের উপর নিগ্রহ মামলায় শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিই, সংসদে ডেরেকের প্রশ্নে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সিনিয়র সিটিজেনদের উপর হামলার ঘটনা কলকাতায় অনেক কম। সংসদে এমনটাই জানাল কেন্দ্র। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার লিখিতভাবে জানিয়েছেন, ২০২৩ সালে (এটিই সাম্প্রতিক) দেশের অন্যান্য পরিচিত শহরগুলোর চেয়ে অনেকটাই কম কলকাতায়। সেখানে এ ধরনের ঘটনা নথিভুক্ত হয়েছে ৬টি। সেই তুলনায় আমেদাবাদে এই সংখ্যা ১৮৪, বেঙ্গালুরুতে ৬৪৯ এবং দিল্লি শহরে ১ হাজার ৩৬১। মুম্বইতে ৫১৮। সুরাতে ১৪। দেশের ১৯ টি শহরে ২০২৩ সালে প্রবীণ নাগরিকদের উপর মোট ৪ হাজার ৪১২ টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

অন্যদিকে, নাদিমুল হকের এক প্রশ্নের উত্তরে সংসদে সরকার লিখিতভাবে জানিয়েছে, তপশিলি জাতি এবং উপজাতির উপর অত্যাচারের ঘটনা বাংলায় কমেছে। মোদি রাজ্য গুজরাতে অত্যাচারের ঘটনা ২০২৩ সালে নথিভূক্ত হয়েছে ১ হাজার ৬৮০ টি। বিজেপি শাসিত হরিয়ানায় ১ হাজার ৩৫৯। উত্তরপ্রদেশে ১৫ হাজার ১৩৬। মধ্যপ্রদেশে ১১ হাজার ৯০। রাজস্থানে ১০ হাজার ৯০২। সেই হিসেবে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১৯২। অর্থাৎ এক্ষেত্রে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতেই এধরনের মামলা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *