তামিলনাড়ুর তিরুভাল্লুরে রিলস বানানোয় নারাজ পরিযায়ী শ্রমিককে ক্ষতবিক্ষত করল ৪ নাবালক
বেস্ট কলকাতা নিউজ : পরিযায়ী শ্রমিকের উপর অকথ্য অত্যাচার তামিলনাড়ুর তিরুভাল্লুরে ! ঘটনাটি ঘটেছে তিরুত্তানি রেলওয়ে স্টেশনের কাছে ৷ মহারাষ্ট্রের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ তাঁর হাত-পা-মাথা এবং সারা শরীরে ছুরির অসংখ্য আঘাতের দাগ দেখে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ও স্থানীয় তিরুত্তানি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই পরিযায়ী অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতার করেছে ৷ পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই যুবক মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা ৷ তাঁর নাম সূরাজ, বছর ৩৪ । তিনি পেশায় দিনমজুর ৷ চেন্নাই থেকে ট্রেনে করে তিরুত্তানি যাচ্ছিলেন। তিরুভাল্লুর স্টেশনে ৪ নাবালক ট্রেনে ওঠে ৷ তারপরই হঠাৎ একটি ছুরি নিয়ে সূরাজের কাছে এসে সোশাল মিডিয়ার জন্য ভিডিয়ো করতে শুরু করে। তাঁকে নিজেদের দলের মধ্যে নিয়ে রিলস ভিডিয়ো তৈরি করে ৷

ভিডিয়োর মাঝেই ৩৪ বছরের সূরাজ বলে ওঠেন তিনি পরিযায়ী শ্রমিক ৷ তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ ততক্ষণে তাঁকে জাপটে ধরেছিল ওই 4 জন ৷ এতে ক্ষিপ্ত হয়ে ওঠে নাবালকরা ৷ তাঁকে পরের স্টেশনে ট্রেন থেকে নামতে বাধ্য করে ও একটি নির্জন জায়গায় নিয়ে যায় ৷ এরপরই সূরাজের উপর 4 জন মিলে চড়াও হয় ৷ ছুরি দিয়ে কোপাতে শুরু করে। সূরাজের শরীর রক্তে ভেসে যাচ্ছিল ৷ তিনি প্রাণভিক্ষা করতে থাকেন ৷ নাবালকরা ওই দৃশ্যটিও ক্যামেরাবন্দি করে ৷ পরে তারা সেখানে থেকে পালিয়ে যায় ৷ আরও পরে সোশাল মিডিয়ায় নৃশংশ আক্রমণের ভিডিয়ো পোস্ট করে ৷ ভিডিয়োটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ এরপরই নেটিজেনরা ক্ষোভ উগরে দেন ৷ ভাইরাল ভিডিয়োটি পৌঁছয় তিরুত্তানি পুলিশের কাছে ৷ মামলা দায়ের করে তদন্ত শুরু হয় ৷ রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়রাও এদিকে পুলিশে খবর দেয় ৷ হামলাকাণ্ডে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেন তদন্তকারী অফিসাররা ৷

