ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ৫০ টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার
কালিম্পং : ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালিম্পং-র তিস্তা বাজারে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ৫০ টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তারা আজকে সকালে এই ত্রান তুলে দিলেন ত্রান শিবিরে। আজ সকালে নিজে দাড়িয়ে থেকে মেয়র গৌতম দেব ত্রান তুলে দেন।
এদিন মেয়র জানান এখনো অনেক মানুষ ঘরছাড়া এবং প্রায় খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। তাদের দরকার সাহায্য,তাদের দরকার টাকা এবং তাদের দরকার অর্থ। তাই আজকে আমরা দায়িত্ব নিয়ে এই ত্রান তুলে নিলাম। আজকে আমাদের তরফ থেকে এই ত্রান হয়ত কিছুটা হলেও সাহায্য করবে ওদের। কারন যে দূর্যোগ এসেছে তাতে সত্যি সত্যি বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। তাই আমাদের তরফ থেকে এগিয়ে এসে কিছুটা হলেও সাহায্য তুলে দেওয়া হল। আমরা আশা করছি এতে কিছুটা হলেও এই পূজোর কটাদিন ওদের সমস্যা মিটবে। আমরা চেষ্টা করব আরো একবার এই ধরনের সাহায্য ওদের হাতে তুলে দিতে।