আজকে আমার সোনার দিন, এমনটাই জানালেন শিলিগুড়ির রিচা ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : তার দল এবারে মহিলাদের আই পি এল এ চাম্পিয়ান। তাই একটু আলাদা মজা। নিজেও দলকে জিতিয়ে নিয়ে গেছেন তাই মনে একটা আলাদা অনূভুতি তো থাকবেই। তিনি আর কেউ নন শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। চোখে লাগার মতন এবারের আই পি এল এ খেলেছেন তিনি। মারকুটে রিচা এবারে কয়েকটি বেশ দর্শনীয় ছয় মেরেছেন। তিনি জানালেন মজা লাগে যখন আমার ব্যাটের সাথে বলের যোগাযোগ ভালো হয়। আমি নিজেও প্রচণ্ডভাবে আনন্দ পাই। আমার ছয় কিংবা আমার চার যখন দলের কিংবা দেশের রানের সাথে যোগ হয়। এবারের ফাইনালে বাবা এবং মা মাঠে এসেছিলেন তাদের সামনে দলকে জিতিয়ে নিয়ে গেছি এটা একটা আলাদা অনুভব আমার। সামনের বছরও আমি ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জারস্ এ খেলতে চাই। ড্রেসিংরুমের পরিবেসও অসাধারন। সহ খেলোয়ারদের সাথে একেবারে মিশে গিয়েছি। তারাও আমার ভালো খেলাকে উৎসাহ যুগিয়ে গেছেন।

তাই সামনের বছর থেকে আমি আরো ভালোভাবে যাতে খেলতে পারি সেটা দেখছি। দেশ এবং আই পি এল এক নয় জানালেন রিচা। তিনি জানান দেশের হয়ে খেলা একটা আলাদা অনূভব। তবে আইপি এল এ খেলাও আনন্দজনক। রিচা আরো জানালেন আমি এখন শুধুমাত্র মন দিয়ে প্রাকটিস করতে চাই। সামনে অনেক খেলা তাই আমার সময় নেই হাতে তাই এখন শুধুমাত্র ক্রিকেট। রিচা জানালেন কয়েকদিনের ছুটি তাই শিলিগুড়িতে এসে বিশ্রাম নেবেন রিচা। তাই বাবা এবং মায়ের সাথে এখন শুধুমাত্র বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন রিচা। তারপরে আবার উড়ান ধরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *