“দরকার নেই বাংলাদেশের, সবার আগে আমার কাছে দেশ” , জানালেন প্রণবিন্দু বাগচী
শিলিগুড়ি : আমার নেতাজি কেবিন, সবার জন্য তা বলে কেউ আমার দেশকে অপমান করবে, আর দেশের পতাকাকে অসম্মান করবে, একজন ভারতীয় নাগরিক হয়ে কিভাবে আমি সেটা মেনে নেব? এমনটাই জানালেন শিলিগুড়ি তথা গোটা রাজ্যের অন্যতম বিখ্যাত বিধান মার্কেটে নেতাজি কেবিন এর কর্ণধার প্রনবিন্দু বাগচী। তিনি আরো জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম, বাংলাদেশের মানুষ আমাদের দেশের পতাকাকে চরম অপমান করেছে, লাঞ্চিত করেছে। এক দেশের সাথে অন্য দেশের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা বলে কোন দেশের পতাকাকে অসম্মান করার কোন অধিকার কারোর নেই। অন্যান্য ভারতবর্ষের নাগরিকদের মতন আমিও এটা নিয়েছি তীব্র প্রতিবাদ করছি। আমরা নিজেরা যদি ঠিক থাকতে পারি, তবে সবকিছুই ঠিক থাকে। ধর্ম নিয়ে এভাবে যে রেষারেষি চলছে সেটা প্রচন্ড দুর্ভাগ্যজনক বলেও জানালেন প্রণবিন্দু বাগচী। এখন ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়িয়ে গেছে, গোটা দেশে। তাই নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশীদের ভারতে আসা। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমিও চাইনা এই ঘটনার আর পুনরাবৃত্তি হোক। সবার আগে দেশ, তাই বাংলাদেশি খরিদ্দাররা আসবেন কি আসবেন না, সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমার দোকানের সুনাম গোটা দেশ জুড়েই আছে। তাই কে ভারতে আসলো আর কে আমার দোকানে আসলো, সেটা আমি চিন্তা করি না। আমার কোন সমস্যা নেই, তবে আমি প্রচন্ডভাবে আমার দেশকে ভালবাসি। তাই দেশের অপমানকে আমিও মেনে নেব না।
তিনি এও জানান বাংলাদেশী লোকেরা যদি আমার দোকানে না আসে, তবে আমার কোন অসুবিধা নেই। আমার নেতাজি কেবিন মানুষের আশীর্বাদেই চলে এবং চলবে। কিন্তু দেশের কোন অপমান একজন দেশ প্রেমিক এবং দেশবাসী হিসাবে আমি কোনদিনই মেনে নেব না। কাজেই সম্পর্ক দুদেশের মধ্যে যদি আবার ঠিক হয়, খুশি হব আমিও। কিন্তু একজন দেশবাসী হিসেবে আমি সব সময় চাইবো আমার দেশের ভালো হোক মঙ্গল হোক।