দলিত ছাত্রের আঙুল কাটা হল তামিলনাড়ুতে! আপনিও শিউরে উঠবেন ঘটনার চরম নৃশংসতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের হিংসার শিকার এক দলিত ছাত্র। পরীক্ষা দিতে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের একটি দল আক্রমণ করে ওই দলিত ছাত্রটিকে। সেই সময় তাঁর আঙুল কেটে দেওয়া হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়।

আহত ছাত্রের নাম দেবেন্দ্রন। জানা গিয়েছে, একাদশ শ্রেণির ছাত্র দেবেন্দ্রন সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার উপর হামলা চালায়। বাসে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল দেবেন্দ্রন। মাঝপথে তিনজন লোক একটি মোড়ে বাসটিকে আটকে দেয়। এরপর ওই ছাত্রটিকে বাস থেকে টেনে নামিয়ে তার বাঁ হাতের আঙুলগুলো কেটে দেয় দুষ্কৃতীরা। এরপর দুষ্কৃতীদের ওই দলটি ছাত্রটির বাবা থাঙ্গা গণেশকেও আক্রমণ করে। তাঁর মাথাতেও গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রটির বাবা দক্ষিণাঞ্চলের আরিয়ানয়াগপুরম গ্রামে একটি ইঁটভাটার শ্রমিক।

এদিকে বাসের অন্যান্য যাত্রীরা বিষয়টি দেখে এগিয়ে এলে আক্রমণকারী দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত দেবেন্দ্রনকে প্রথমে শ্রীবৈকুণ্ডম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে তিরুনেলভেলি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার আঙুলগুলি যাতে পুনরায় জোড়া লাগানো যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *