দার্জিলিঙে এই প্রথমবার রক গানে ঝড় তুলতে আসছে চলেছে সুইডেনের রক ব্যান্ড ‘ইউরোপ’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : শুরু হল ‘দ্য ফাইনাল কাউন্টডাউন’ , দার্জিলিংয়ে এই প্রথমবার গানে ঝড় তুলতে আসছে চলেছে সুইডিশ রক ব্যান্ড ‘ইউরোপ’। কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে পাহাড়ের বুকে এই ব্যান্ডকে দার্জিলিং মেলো টি ফেস্ট-এ দেখা যাবে। জনপ্রিয় এই রক ব্যান্ডের গান শুনতে ইতিমধ্যে ফ্যানেরা কাউন্টডাউন শুরু করেছেন। সুইডিশ রক ব্যান্ড পাহাড়ে গান করতে এলে এখানের ফোক গানের সঙ্গে পরিচিত হতে পারবে। ফলে সংস্কৃতি আদানপ্রদানে পর্যটনের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে পর্যটন বিশেষজ্ঞ তথা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের কনভেনর রাজ বসু বলেন, ‘যে কোনও জায়গায় সংস্কৃতির উপর পর্যটনশিল্পের উন্নয়ন অনেকটা নির্ভর করে। সুইডিশ ব্যান্ড দার্জিলিংয়ে প্রথমবার কনসার্ট করতে আসছে। এটা পর্যটনের জন্য ভালো দিক। কারণ ইংলিশ রক মিউজিকের প্রতি নতুন প্রজন্মের বড় অংশের ব্যাপক একটা আগ্রহ রয়েছে। দার্জিলিংয়ে এই ফেস্টিভালে রক ব্যান্ডের কনসার্ট রয়েছে জেনে বাইরে থেকে অনেকে দেখতে আসবে। পাশাপাশি সুইডিশ ব্যান্ডের শিল্পীরা দার্জিলিংয়ের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *