দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা , কতটা সচেতন হল এনজিপি? যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললো রেল যাত্রীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লিতে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। মারা গেছেন মানুষ। আহত শতাধিক অথবা তারও বেশি। তবে সত্যিই কি শিক্ষা নিয়েছি আমরা? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কতটা সচেতন হয়েছে রেল? এবার যদি আমরা দেখি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে, তাহলে কি উত্তর থাকবে আমাদের কাছে? এখনো পর্যন্ত সেভাবে কোন বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এনজিপি রেলের তরফ থেকে। হ্যাঁ এটা ঠিক এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এনজিপি স্টেশনে পাহারা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যার পরে নিরাপত্তা রক্ষীরা স্টেশনের প্রতিটি প্লাটফর্মে ঘোরাফেরা করছে, তবে যাত্রী সুরক্ষা গেল কোথায়? এখনো এভাবে এনজিপিতে নিরাপত্তা ব্যবস্থা জোর তার করা হচ্ছে না বলে অভিযোগ করছেন রেল যাত্রীরা, বিশেষ করে সন্ধ্যার পরে প্রচুর চাপ বাড়ে স্টেশনে, একের পর এক ট্রেন আছে এবং ছেড়ে যায় , সেই সময় স্টেশনের সেই সুরক্ষা কোথায়? বারবার বলা সত্ত্বেও ন্যূনতম কিছু পদক্ষেপ নেওয়া ছাড়া আর কি করল রেল? এটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের, কবে হবে? এমন ও প্রশ্ন তুলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *