মেয়র পূর্ণাঙ্গ রিপোর্ট চাইলেন হরিদেবপুরে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেয়র ফিরহাদ হাকিম চরম ক্ষুব্ধ হলেন হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনায় । এমনকি তিনি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছেন পুরকমিশনার বিনোদ কুমারের কাছে। মেয়র আরও জানান, এই ঘটনায় খতিয়ে দেখা হবে সিএসসি এবং পুরসভার লাইটিং বিভাগের ডিজির ভূমিকাও। এমনকি মেয়র এও জানিয়েছেন পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও । পাশাপাশি ফিরহাদ হাকিম মৃতের পরিবারকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, রবিবার সন্ধেয় কলকাতার হরিদেবপুরে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া নীতীশ যাদবের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে । জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটার সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ল্যাম্পপোস্টে হাত দিতেই। এদিকে পুলিশ সূত্রে খবর, নীতীশ বিদ্যুৎস্পৃষ্ট হয় ৩৪/বি হাফিজ মহম্মদ ইস্তাক রোড দিয়ে যাওয়ার সময়। ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে যায়। এর পর স্থানীয়েরাই হাসপাতালে নিয়ে যান তাকে ধরাধরি করে। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *