দুই ব্যবসায়ীর জঘন্য অপরাধ ঘনিষ্ঠ বন্ধুরই মেয়ের সঙ্গে, তাজ্জব হল এমনকি পুলিশও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি। ব্যবসা শুরুর জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ, মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা! মালদহের হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে তদন্তে বিস্ফোরক তথ্য হাতে এলো পুলিশের । অবশেষে কাঠগড়ায় উঠলো নাবালিকারই বাবার দুই ঘনিষ্ঠ বন্ধু। পুলিশ জানায় , তাঁদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ক্লোরোফর্ম, মুখ বাধার টেপ। এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের একটি অপহরণের ঘটনায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে যায়। চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণের অভিযোগ ওঠে। তারপরেই দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুতগতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি।

পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ। কিন্তু তারপরেই বাড়িতে ফোন যায় মুক্তিপণের জন্য। সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে। এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটরবাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন অভিযুক্তরা। যার কারণে সাত বছরের ওই শিশু কন্যা মাথায় এবং পায়ে ব্যাপক চোট পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *