ধর্মীয় সম্প্রীতির এক অন্য ছবি প্রয়াগরাজে ,মহাকুম্ভে পুণ্যার্থীদের জন্য খুলল মসজিদের দরজা, মুসলিমরা এগিয়ে এলেন খাবার-ওষুধ নিয়েও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১৪৪ বছর পর মহাকুম্ভ। প্রয়াগরাজে সেই মহাকুম্ভে দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহতও হয়েছেন অনেক পুণ্যার্থী। এই পরিস্থিতিতে হিন্দু পুণ্যার্থীদের সহায়তায় এগিয়ে এলেন মুসলিমরা। থাকার জন্য খুলে দিলেন মসজিদের দরজা। ব্যবস্থা করলেন খাবার, ওষুধের। প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ৪৫ দিনে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা প্রয়াগরাজে পড়বে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। প্রতিদিন বিপুল পুণ্যার্থীর সমাগমের মধ্যেই বুধবার মৌনি অমাবস্যায় ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় পুণ্যার্থীদের মধ্যে। প্রশাসনের তরফে যেমন দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়, ওই দুর্ঘটনার পর পুণ্যার্থীদের সহায়তায় এগিয়ে আসেন প্রয়াগরাজের মুসলিমরা।

হিন্দু পুণ্যার্থীদের যাতে থাকা ও খাওয়ার কোনও অসুবিধা না হয়, তার জন্য ব্যবস্থা নেন স্থানীয় মুসলিমরা। পুণ্যার্থীদের বিশ্রামের জন্য মসজিদের দরজা খুলে দেন। খাবারের ব্যবস্থা করেন। ঠান্ডায় যাতে পুণ্যার্থীদের কষ্ট পেতে না হয়, তার জন্য কম্বলের ব্যবস্থা করেন। পুণ্যার্থীদের সাহায্যার্থে মুসলিমদের এভাবে এগিয়ে আসার নানা ছবি ও ভিডিয়ো সামনে এসেছে। সেইসব ছবি ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *