নন্দীগ্রামে ভোটদান বিঘ্নিত হয়নি গণ্ডগোলের মধ্যেও, রিপোর্ট পেশ কমিশনের
বেস্ট কলকাতা নিউজ : ভোটদান পক্রিয়া কোনোরকমে বিঘ্নিত হয়নি দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের বয়ালে পরিস্থিতি অগ্নিগর্ভ হলেও৷ গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে পর্যবেক্ষকরা যে রিপোর্ট পেশ করেছেন, এমনটাই দাবি করা হয়েছে সেই রিপোর্টে ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে সমগ্র ভোটদান পক্রিয়া ৷
পর্যবেক্ষকদের আরও দাবি, বৃহস্পতিবার ভোটদান কোনো রকমে বিঘ্নিত হয়নি বয়ালের ৭ নং বুথে৷ প্রায় ২ ঘণ্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বুথে আটকে পড়েছিলেন৷ সেই সময় বুথের বাইরে সংঘর্ষ-হাতাহাতি বাঁধে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যেও ৷ চলতে থাকে এমনকি স্লোগান-পাল্টা স্লোগানও৷ তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ হুইলচেয়ারে বসে থাকেন বুথের মধ্যেই৷ পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এলাকা খালি করে মুখ্যমন্ত্রী কে বের করেন বুথ থেকে ৷
এদিকে বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী চরম ক্ষোভে ফেটে পড়েন ৷ তাঁর আরও অভিযোগ, সব ঘটনা ঘটছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই৷ তিনি নির্বাচন কমিশনকেও একহাত নিয়ে বলেন, কমিশনে বহু অভিযোগ দায়ের করা হলেও কমিশন কোনও পদক্ষেপ নেয়নি৷ গয়ালের বুথ থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে গোটা পরিস্থিতি জানান মুখ্যমন্ত্রী স্বয়ং৷