অবশেষে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনের দিনক্ষণ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনের দিনক্ষণ। একদফায় হবে ভোটগ্রহণ ,নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি । আজ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিও জারি করে দিলো।আজ থেকে শুরু হয়ে যাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তবে এখনও জানানো হয়নি ভোটগণনার দিন। রাজ্য জুড়ে পুর নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল করোনার কারণে । ১২ ফেব্রুয়ারি রাজ্যের পাঁচ পুরনিগমের নির্বাচন রয়েছে সেই প্রেক্ষিতেই। ১৪ ফেব্রুয়ারি তার ফল প্রকাশিত হবে। তার কয়েকদিনের মধ্যে ভোট হবে রাজ্যের ১০৮টি পুরসভার। তবে বালি পুরসভার উল্লেখ নেই এই তালিকায় ।

বৃহস্পতিবার প্রকাশ হল ১০৮টি পুরসভা ভোটের বিজ্ঞপ্তি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে এমনকি আজ থেকেই । ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ফেব্রুয়ারির ১২ তারিখ। নির্বাচন হবে মূলত সাউথ দমদমের ২৯ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে। তবে কমিশন এখনও পর্যন্ত গণনার দিন জানায়নি।

আজ, বৃহস্পতিবার থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে । মানতে হবে কোভিড পরিস্থিতি। এখনও পর্যন্ত একই রাখা রয়েছে প্রচারের সময়। বৃহস্পতিবার ডিএম, এসপি-দের সঙ্গে বৈঠক। প্রচারের সময় বাড়ানো হতে পারে ওই বৈঠকের পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *