নবান্নের নর্থ গেটের সামনে হঠাৎই কয়েকজন চলে এলেন ‘দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ বলতে বলতে
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হলেও তা ধীরে ধীরে এগোতে থাকে নবান্নে দিকে। আর আন্দোলনকারীদের ঠেকাতে মরিয়া পুলিশও। প্রথমে বোঝানো হচ্ছে আন্দোলকারীদের। তরপরও কথা না শোনায়, সেল ফাটানো হল কাঁদানে গ্যাসের, ছোড়া হল জল কামান। কোনও ভাবেই নবান্নের আশপাশে আন্দোলনকারীরা যাতে পৌঁছতে না পারে তৎপর পুলিশ।
তবে এরই মধ্যে দেখা গেল কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে। জানা যাচ্ছে, তাঁরা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন। বলতে থাকেন ‘দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তাঁরা। এরপর পুলিশ এসে তাঁদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়।
উল্লেখ্য, আজ নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ওঠে হাওড়া। দফায় দফায় জলকামান ছোড়ে পুলিশ। জল কামান বন্ধ হতেই ফের জমায়েত করছেন আন্দোলনকারীরা। ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে খবর। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল।