করোনা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের প্রতি সপ্তাহে ২ দিন বাজার বন্ধের সিদ্ধান্ত বারুইপুর ব্লকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা পরিস্থিতি সামাল দিতে ব্লক প্রশাসনের সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার বাজার বন্ধের সিদ্ধান্ত বারুইপুর ব্লকে ,সোমবার বিকালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বারুইপুর ব্লকে করোনা পরিস্থিতি সামাল দিতে সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি ভার্চুয়াল বৈঠকে, এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও বারুইপুর মোশারেফ হোসেন, বারুইপুর থানার আইসি দেবকুমার রায় এবং বারুইপুর ব্লকের সব পঞ্চায়েত প্রধান, এছাড়াও হাজির ছিল বারুইপুরের সকল বাজার কমিটির সভাপতিরাও। বার বার সতর্ক করা সত্ত্বেও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই এ বার বারুইপুর পুলিশ ও বারুইপুর পৌরসভা নামল কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় ।

সোমবার সকালে ব্যাপক ধরপাকড় চলে কাছারি বাজার মোড়ে। সেখানে ৯জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরে ঘুরে বেড়ানোয়। এখনও ১ হাজারের উপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে বারুইপুর পুলিশ ও বারুইপুর পৌরসভা বিশেষ ভাবে তৎপর হয়েছে কোভিড বিধি কার্যকর করতে। সেই মতো কাছারি বাজার মোড় সংলগ্ন এলাকায় ধরপাকড় শুরু হয় সোমবার সকালে। তাতেই দেখা যায় চরম দায়িত্বজ্ঞানহীনতার ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *