গঙ্গাসাগরের পুন্যার্থীরা ট্রেনে চড়তে পারবেন করোনা টেস্টে পাশ করলেই
বেস্ট কলকাতা নিউজ : এবার ট্রেনে চড়ার আগে করোনা পরীক্ষা দিতে হবে গঙ্গাসাগরের পুন্যার্থীদের। ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে এমনকি ব়্যাপিড টেস্টে উত্তীর্ণদের। এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে৷ আজ সোমবার রেলকর্তাদের সঙ্গে রাজ্যের একটি জরুরি বৈঠক রয়েছে নবান্নে৷ জানা গিয়েছে সেখানেই প্রস্তুতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই। সূত্রের আরও খবর, একটি করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে শিয়ালদহ স্টেশনে। এছাড়া, শরীরের তাপমাত্রা নেওয়া হবে শিয়ালদহ, নামখানা, কাকদ্বীপ তিন জায়গাতেই। থাকবে এমনমকি আইসলেসন সেন্টারও। হাসপাতালে পাঠানো হবে কাউকে সন্দেহজনক মনে হলেই।
জানা গিয়েছে,শিয়ালদহ দক্ষিণ শাখার ২ নম্বর প্ল্যাটফর্মটি ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নামখানা, কাকদ্বীপের ট্রেনের জন্য বরাদ্দ রাখা হবে তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। শুধু ডাউনের ট্রেনগুলি যাবে ১০ থেকে ১৩ জানুয়ারি, শিয়ালদহগামী ট্রেনগুলি ঢুকবে ১৩ থেকে ১৬ তারিখ। ডিআরএম আরও জানান, আগামী ৭ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত নামখানা, কাকদ্বীপ শাখায় বাড়তি আরও পনেরোটি ট্রেন চলবে। এখন দৈনিক ৮৪টি ট্রেন চলছে। মেলার সময়ে দৈনিক ৯৯টি ট্রেন চলবে।