নাম্বার প্লেট হীন টোটো নিয়ে এক জোর তুমুল বিতর্ক চলছে শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : টোটো নিয়ে বিতর্ক চলছেই শিলিগুড়িতে। নাম্বার ছাড়া এবং নাম্বার ওয়ালা টোটা এদিনও বিভ্রান্ত ছড়ালো শিলিগুড়িতে। যাদের নং নেই তারা জানিয়েছেন আমরা তো বৈধ ভাবেই গাড়ি চালাতে চাই, কিন্তু প্রশাসন আমাদের সাথে কোথায় সহযোগিতা করছে বলতে পারেন? অন্য দিকে যাদের নং আছে তারা জানিয়েছেন আমাদের নং আছে আমরা সময় করে এই কাজ করেছি, তাহলে যাদের নং নেই তারা কেন নং নিচ্ছেন না? অন্যদিকে পুলিশ এর তরফ থেকে জানানো হয়েছে নং ছাড়া টোটোঅলা কোনোভাবেই গাড়ি চালাতে পারবেন না, তবে এই টানাপোড়েন এ সবচাইতে বেশি ক্ষতি হয়েছে প্যাসেঞ্জেরদের তারা বুঝতে পারছেন না ঠিক কোন টোটো কোথায় যাবে, যদিও পুরসভা থেকে বলা হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে তবে শুধু একটু সময় লাগবে।


