নিঃশব্দে শিকারে থাবা ! রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানে বাবার হাত থেকে নাবালককে ছিনিয়ে নিল চিতাবাঘ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মন্দির দর্শন করে বাবার হাত ধরে ফিরছিল বছর আটের ছেলে ৷ মৃত্যু যে এভাবে অপেক্ষা করছিল তা স্বপ্নেও ভাবেনি কেউই ৷ চোখের সামনে ছেলেকে এভাবে দেখেও নিরুপায় হয়ে পড়েন বাবাও ৷ চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি ৷

জানা গেছে রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানের ঘের সংলগ্ন পুরাতন শহর এলাকার অ্যান্টিলা বালাজি মন্দির দর্শনে গিয়েছিল বাবা-ছেলে ৷ পরিদর্শন শেষে বাবার হাত ধরেই বাড়ি ফিরছিল বিক্রম ৷ হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে ৷ গলার কাছটা কামড়ে ধরে দ্রুত বিক্রমকে নিয়ে জঙ্গলে চলে যায় হিংস্র চারপেয়ে ৷ এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন বিক্রমের বাবা ৷ স্থানীয়রা এসে চিতাবাঘটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন ৷ বেশ কিছুুক্ষণ পর চিতাবাঘটি নাবালককে ছেড়ে দিলেও ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে যায় বিক্রমের ।

জানা গিয়েছে, নিহত বিক্রম, রামজিলাল বানজারার ছেলে ৷ গোপালপুরা বানজারা বস্তির (রামদ্বারার কাছে) কাছে তাদের বাড়ি । বাবা রামজিলাল জানান, তিনি সন্ধ্যায় ছেলেকে বালাজি মন্দিরে দর্শন করতে নিয়ে গিয়েছিলেন । ফেরার পথে ছেলের হাত ধরেই হাঁটছিলেন তিনি ৷ ঠিক তখনই মন্দির থেকে কিছু দূরে, চিতাবাঘটি পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে ছেলেকে টেনে নিয়ে যায় । চিৎকার করতে করতে পাথর হাতে নিয়ে পশুটির পিছনে দৌড়ে যায় রামজিলাল । আওয়াজ শুনে কলোনির অন্যান্য লোকেরাও দৌড়ে এসে পাথর ছুড়ে শিশুটিকে বন্যপশুটির হাত থেকে মুক্ত করে ৷ কিন্তু চিতাবাঘের কামড়ে বিক্রমের ঘাড়ে এবং শরীরে গভীর ক্ষত হয়ে গিয়েছিল ৷ যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *