নিগৃহীত মহারাজের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন উপহারও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কোচবিহার : কোচবিহারের সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধ্যক্ষকে নিগ্রহের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের বিরুদ্ধে রবিবার এই অভিযোগ উঠতেই সক্রিয় হয়ে ওঠে তৃণমূল। রবিবার রাতেই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সোমবারই এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার আশ্রমের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মাধ্যমে উপঢৌকনও পাঠান মহারাজকে।

সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধ্যক্ষকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ‌‌ ওঠে বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজের বিরুদ্ধে। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। অনন্ত মহারাজ কোনওমতে এলাকা ছাড়লেও স্থানীয়রা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এ বিষয়ে সিতাই থানায় অভিযোগও দায়ের হয়েছে। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যস্থতায় ওই আশ্রমের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদও জানান অধ্যক্ষ। যদিও সাংসদ নগেন্দ্র রায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। সদ্য সিতাই বিধানসভার উপনির্বাচন ঘোষিত হয়েছে। তার আগে বিজেপির বিরুদ্ধে এমন হাতে গরম ইস্যু পেয়ে উল্লসিত তৃণমূল শিবির। কিছুটা চাপেও রয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *