নিজের বাড়িতে জন্মাষ্টমী পালন করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : নিজের বাড়িতে জন্মাষ্টমী পালন করলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি জানান প্রতিবছরই আমি নিষ্ঠা সহকারে জন্মাষ্টমী করি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপরে থাকুক এই আশা রাখি। জন্মাষ্টমী আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, আমার কাছে জন্মাষ্টমীর পূজা মানে আলাদা একটা অনুভূতি। পাপিয়া দেবী নিজের বাড়িতে এদিন নিজের আত্মীয়-স্বজনের সাথে জন্মাষ্টমীর পূজা পালন করলেন। জন্মাষ্টমী উপলক্ষে এদিন তিনি নিজের বাড়ি সাজিয়েও তুললেন ফুল এবং বেলুন দিয়ে। তারপরে কেক কাটা এবং প্রসাদ খাওয়া তো সব থেকে আকর্ষণীয় জন্মাষ্টমীর জন্য। পাপিয়া দেবী আরো জানান জন্মাষ্টমী পূজোর প্রসাদের জন্য মানুষ আমার বাড়িতে আসে। কাউকেই আমি নিরাশ করি না।
