করোনা রোধে ব্যার্থ উত্তর ২৪ পরগনা জেলা , অপসারিত করা হলো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর ২৪ পরগনা জেলায় দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস এর সংক্রমণ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার সাহা একরকম ব্যার্থ এই জেলায় ভাইরাসের সংক্রমণ রুখতে। আর এর জেরেই তাঁকে অপসারিত করা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ দপ্তর সূত্রে। তাঁকে স্বাস্থ্য ভবনেই অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তাপসকুমার রায়কে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরএর পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ‌

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, তপনকুমার সাহাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে জেলায় করোনা রোধে ব্যর্থ হওয়ার কারণেই। এ রাজ্যে কলকাতার পরে উত্তর ২৪ পরগনা জেলা সবচেয়ে বেশি করোনা সংক্রামিত জেলা। এই জেলার বারাসত, দত্তপুকুর, মধ্যমগ্রাম, শাসন, অশোকনগর, রাজারহাট, বিধাননগর প্রভৃতি ৯৫টি জায়গাকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কন্টেনমেন্ট জোন হিসেবে। জেলায় সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় জেলাশাসক চৈতালি চক্রবর্তী কড়া হাতে লকডাউন শুরু করার নির্দেশওদিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *