‘নৃশংস হত্যা, বরদাস্ত করা যায় না কোনওভাবেই’, উদয়পুর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠলেন উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। দুই যুবক উদয়পুরের এক দর্জি কানহাইয়া লালকে দিনেদুপুরে তাঁর দোকানে ঢুকে মুণ্ডচ্ছেদ করে নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের সমর্থনে পোস্ট করায়। পরে তার ভিডিও করে আপলোড করে। মহম্মদ রিয়াজ এবং ঘাউস মহম্মদ নামে দুই আততায়ী খুনের হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং নূপুর শর্মাকেও। তাদের গ্রেফতার করা হলে উদয়পুরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার টুইট করে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “হিংসা এবং উন্মাদনা বরদাস্ত করা যায় না কোনওভাবেই । যে কারণেই হোক। উদয়পুরে যা হয়েছে আমি তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আইন আইনের মতো চলবে। আইনত কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি শান্তি বজায় রাখার জন্য ।”