নেই কোন গণপরিবহণ, অফিস যাত্রীরা পড়ল চরম বিপাকের মধ্যে
বেস্ট কলকাতা নিউজ : বাস, ট্রেন, অটো আপাতত বন্ধ রয়েছে করোনা সংক্রমণ রুখতে৷ এতদিন বন্ধ ছিল সরকারি বেসরকারি অফিস৷তবে ইতিমধ্যেই ছাড় মিলেছে বেশ কিছু কিছু ক্ষেত্রে৷ক্রমশ অফিস কাছারিও খুলেছে৷ তবে রাস্তায় কোনও গণপরিবহণের সেই ভাবে কোনো রকম দেখাই মিলছে না৷ যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোজকার অফিস যাত্রীদেরকেও৷
ইতিমধ্যেই রেলের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে। যদিও জানানো হয় লোকাল ট্রেন পরিষেবা বন্ধই থাকবে বলেই। একদিকে যখন বন্ধ সমস্ত গণ পরিবহণ তখন আবার অন্যদিকে খুলে গিয়েছে অফিস কাছারিও৷ যেভাবেই হোক কর্মস্থলে হাজির থাকতে হবে চাকরি বাঁচাতে গেলে৷ আর অফিসযাত্রীরা ঘোর বিপাকের মধ্যে পড়েছেন এখানেই৷তাই এখন বেশিরভাই পায়ে হেঁটে নতুবা সাইকেলে চড়েই অফিসে যাতায়াত করছেন চাকরি বাঁচাতে ৷
এই প্রসঙ্গে এক অফিস যাত্রী শুক্লা চৌধুরী জানান , তিনি চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। তিনিই একমাত্র রোজগেরে সংসারে। তাঁর স্বামী কর্মহীন দীর্ঘদিন ধরেই। তাঁর শারীরিক ক্ষমতা নেই রোজ রোজ পায়ে হেঁটে অফিস যাওয়ার জন্য। তাই তিনি চান সরকার হয় সব কিছু বন্ধ করে দিক। নাহলে সব কিছু চালু করে দিক।
অপর দিকে আর এক অফিস যাত্রী জানান অফিস খুলে গিয়েছে , কিন্তু এদিকে কোনও বাস নেই৷ তাই তাঁকে হেঁটে রোজ যাতায়াত করতে হচ্ছে অফিসে৷ সরকারের উচিত খুব শীঘ্রই পুনরায় চালু করা পরিবহণ ব্যবস্থাকে৷এই ভোগান্তি ক্রমাগত অফিস যাত্রীদের সহ্যের সীমা লংঘন করছে৷ তাঁরা এখন চাইছেন হয় সরকার থেকে সব কিছুই বন্ধ করে দেওয়া হোক ৷ নয়ত সবরকম করোনা বিধিনিষেধ তুলে নেওয়া হোক৷