লকডাউনে মদ বিক্রি ইমিটেশনের দোকান থেকে, অবশেষে গ্রেফতার তিন অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এলাকায় খোলা হচ্ছে ইমিটেশনের একটি নতুন দোকান৷ এলাকার মহিলাদের স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা এই কথা শুনে৷ কিন্তু একটু অন্যরকম কেতুগ্রামের ছবিটা৷ ইমিটেশনের দোকান খোলার আগেই চোখে পড়ার মতো ভিড় দেখা গেল দোকানের সামনে ৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেখানের খরিদ্দার বেশিরভাগই পুরুষ৷পুরুষদের ভিড় ইমিটেশনের দোকানের সামনে! খবরটি কানে যেতেই সন্দেহ হয় কেতুগ্রাম থানার পুলিশের৷ এদিকে পুলিশও অবাক দোকানে হানা দিতেই৷ দোকানে বিদেশি ও দেশি মদের বোতল থরে থরে সাজানো প্রসাধনী দ্রব্যের জায়গায়।

পুলিশ এই ঘটনায় আপাতত তিন জনকে গ্রেফতার করেছে৷ গ্রেফতার হয়েছেন ইমিটেশন দোকানের মালিক দীপক মজুমদার, কর্মী দীপক মিস্ত্রি ৷ মদের দোকানের মালিক সুব্রত মুখোপাধ্যায়৷ পুলিশকে দীপক এও জানান, তাঁকে মদ বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন সরকারি দোকানের মালিক সুব্রতই। এরপরই সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তিনজনকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *