নেতাজি ভবন মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ, চরম ব্যাহত হল মেট্রো পরিষেবা
বেস্ট কলকাতা নিউজ : দিনের ব্যস্ত সময়ে ফের ব্যাহত হয় কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনের মেট্রো পরিষেবা ৷ সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার বিকেল ৫ .৩০ নাগাদ ব্লু লাইনের (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন ৷ এই ঘটনায় মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয় ৷ মেট্রো রেলের তরফে জানানো হয়, সন্ধ্যা ৬ টা ১৪ মিনিট পরিষেবা স্বাভাবিক হয় ৷

এদিকে মেট্রো সূত্রে খবর, ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয় বলেই ৷ ওই সময় নেতাজি ভবন মেট্রো স্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় ওই ব্যক্তি আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ফলে এদিন পরিষেবা চরম ব্যাহত হয় ৷ এমনকি এদিন পরিষেবা আংশিক বন্ধ রাখা হয় ৷ মেট্রো চলাচল করে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার হয়ে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত ৷ অর্থাৎ ময়দান থেকে উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত আপ ও ডাউন- উভয় লাইনে মেট্রো পরিষেবা এদিন চরম ব্যাহত হয় ৷ এই ঘটনার সঙ্গে সঙ্গে মেট্রোর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ বেশ কিছুক্ষণ পর ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয় ৷ এখন উৎসবের মরশুম ৷ দূরদূরান্ত থেকে অনেকেই যাতায়াতে মেট্রোর উপর নির্ভর করে ৷ শীতের আবহে কেনাকাটি করতে দূরে যেতে হলে নাগরিকরা এখন মেট্রোকে ভরসা করে ৷ এছাড়া বিকেলের ওই সময়ে অফিস ফেরত মানুষের ভিড় তো ছিলই ৷ এই অবস্থায় আচমকা মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বহু যাত্রী এদিন চরম নাজেহাল হন ৷

