পকেটমারির ঘটনা ঘটলো চিড়িয়াখানায় ভিড়ে মিশে গিয়ে, গ্রেপ্তার হল দম্পতি
বেস্ট কলকাতা নিউজ : পর্যটকদের ভিড় আলিপুর চিড়িয়াখানায়৷ আর সেই ভিড়ে মিশেই অবাধে চলছিল পকেটমারির ঘটনা৷ আর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করল এক দম্পতিকে ৷ভালো পোশাকে আর পাঁচজনের মতোই চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিল এই পকেটমার দম্পতিও৷ দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলি বাগান এলাকায়। বয়স দুজনেরই কুড়ি। একজনের নাম অভিষেক দত্ত ৷ অন্যজন রোশনি পান্ডে । মানুষ সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না । চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কারও সন্দেহ হবে না যে ওদের ‘হাতযশ’ এতটা ভালো । অভিযোগ, এই দু’জন শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় ক্রমশ মিশে যাচ্ছিল । তারপর ভিড়ের সুযোগেই চলত দেদার হাতসাফাই । যদি কেউ পকেটমারির পরের মুহূর্তেই বুঝতে পারেন, এই দুইজনকে ধরতে পারবেন না কোনভাবেই । কারণ, সন্দেহ হবে না । পকেটমারি চলছিল চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই । কিন্তু আর শেষ রক্ষা হল না ।
আগে থেকেই সন্দেহ করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ভিড়ের সুযোগে অবাধে চলবে হাতসাফাই এর কাজ । তাই গতকাল চিড়িয়াখানায় ওয়াচ সেকশনের গোয়েন্দারাও ভিড়ের মধ্যে মিশে যান সাদা পোশাকে । তাঁদের চোখে ধুলো দিতে পারেনি রোশনি বা অভিষেক । পুলিশ বমাল সমেত গ্রেপ্তার করে তাদেরকে । উদ্ধার হয় ছটি লেডিজ় পার্স । এবং একটি মোবাইল ফোনও।