পড়শি দেশ নেপালের অবস্থা চরম উদ্বেগজনক,রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : পড়শি দেশ নেপালের অবস্থা চরম উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান নেপালের একেবারে পাশে উত্তরবঙ্গ, নেপাল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে উত্তরবঙ্গতেও। আমি সবাইকে অনুরোধ করছি মাথা ঠান্ডা রাখুন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি পরিস্থিতি ভয়াবহ, তাই অযথা হুড়োহুড়ি করে পরিস্থিতি আরো খারাপ করে তুলবেন না। আমাদের উত্তরবঙ্গ একেবারে শান্তিপূর্ণ জায়গা, অযথা পরিস্থিতি খারাপ করে তুলবেন না। মুখ্যমন্ত্রী একাই কাজ করে যান এদিন রাতে।
