পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ ভাবে তৈরী হচ্ছে শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড
শিলিগুড়ি: শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড । বিশেষ ভাবে তৈরী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে । মূলত কাউন্সিলার একজন মহিলা , শ্রাবনী দত্ত যিনি নিজে গত ১০ বছর ধরে ১৪ নম্বর ওয়ার্ডকে দেখভাল করে যাচ্ছেন। তিনি জানান একজন কাউন্সিলরের উচিত সর্বদা নিজের ওয়ার্ড কে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা। সবচাইতে বড় পরিচয় কিন্তু এটাই। তারপর অন্য কিছু আছে। আমি নিজে সকাল থেকে উঠেই আমাদের ওয়ার্ড মাস্টারকে ফোন করে জেনে নি এলাকায় কোন ময়লা ফেলে রাখা আছে কিনা। তারপরে ধরি অন্য কাজ । গত ১০ বছর ধরে এই ধরনের কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কোন কাজে বাইরে গেলেও পরিষ্কার পরিচ্ছন্নতায় আমার ওয়ার্ডের কোন সমস্যা হয় না। সেটা আমি নিজে ভালোভাবে বুঝতে পারি। ওয়ার্ডের মানুষের কাছ থেকেও আমি যথেষ্ট সুযোগ এবং সুবিধা পাই। তারা ফোন করে বলে দেয় কোথায় কি আছে ? অভিযোগ না আসলে তো বুঝতে পারা যায় না , তাই আমি অভিযোগ করাকে পছন্দ করি। এই ভাবে তো একটা ওয়ার্ড পরিচ্ছন্ন থাকে। এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। আমার ১৪ নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড ওয়ার্ড এর মানুষের কাছে আমার একটাই আবেদন সমস্যা হলে জানাবেন দ্বিধা করবেন না তাহলেই তো আমি বুঝতে পারবো। এভাবেই আমি চলতে চাই, এমনটাই জানালেন শ্রাবণী দত্ত ।


