পর পর শুন্য বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার শুন্য যেন এনে দিল অতীত এর সেই শুন্যতার ছায়া
নিজস্ব সংবাদদাতা : সবাই জানে আর বেশী দিন বাকি নেই, কিন্তু প্রিয় খেলোয়াড় এর জ্বলে ওঠা দেখতে চান সবাই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার শুন্য যেন এনে দিল শুন্যতার ছায়া, যারা ভাবেছিলেন গম্ভীর এবং আগারকার এর বিরুদ্ধে মাঠে নামবেন তাদের যেন শুন্যতায় নামিয়ে আনলো বিরাট, কিভাবে এতো খারাপ ব্যাটিং কিং কোহলির? এদিকে সমালোচকরা জানিয়েছেন একেবারেই মন নেই তার, অতিরিক্ত পাওয়া বিরাটের এই ফর্ম কি? আজকে যেভাবে তিনি আউট হলেন আর কবে রান পাবেন তিনি এটা কেউ বলতে পারবেন না, বিরাট কি এবারে পুরোপুরি অবসরের পথে? আজকে রোহিত রান পেলেও একেবারেই বার্থ কিং কোহলি, ভারত যার উপরে আশা করে থেকেছে বেশির ভাগ ম্যাচ, আজকে যেন সেই বিশ্বাস খান খান হয়ে গেল। আগরকার এবং গম্ভীর যে সত্যি সত্যি জিতে গেলেন।


