পার্ক স্ট্রিটে দাপট বাড়ছে মোবাইল ছিনতাই চক্রের, রাত নামলেই টার্গেট হচ্ছে পথচারীরা
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চল এখন মোবাইল ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে ! এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে কলকাতা পুলিশের তদন্তে । রাস্তার ভিড়ভাট্টা, রাতের ব্যস্ততা ও পর্যটকদের আনাগোনাকে কাজে লাগিয়ে মোবাইল ছিনতাই ও পকেটমার চক্র একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে বলে দাবি তদন্তকারীদের । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাত প্রায় ১০ টা ৫৫ মিনিটে ফ্রি-স্কুল স্ট্রিট ও রয়েড স্ট্রিটের সংযোগস্থলে এক পথচারীর পকেট থেকে মোবাইল ফোন চুরি যায় । ব্যস্ত রাস্তার মাঝেই মুহূর্তের মধ্যে ওই চুরির ঘটনা ঘটে । ঘটনার পরই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বিএনএস-এর ৩০৩ (২ ) ধারায় মামলা রুজু করা হয় ।

ঘটনার তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানা ও গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন যৌথভাবে এলাকায় নজরদারি বাড়ায় । নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে ২৪ জানুয়ারি ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “সেই অভিযানেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকার বাসিন্দা আরমান শেখ (২৫ )-কে গ্রেফতার করে পুলিশ । পুলিশি জেরায় ধৃত যুবক মোবাইল চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে ৷”
ধৃতের দেখানো জায়গা থেকেই চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে । তদন্তকারীদের মতে, এই অভিযুক্ত শুধুমাত্র একা নয়, বরং একটি সুসংগঠিত গ্যাংয়ের অংশ হিসেবেই কাজ করছিল । পুলিশের অনুমান, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শেক্সপিয়র সরণি-সহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক মোবাইল ছিনতাই ও পকেটমারির ঘটনার নেপথ্যে এই চক্র সক্রিয় রয়েছে । বিশেষ করে রাতের বেলা ও উৎসবের মরসুমে এই গ্যাং আরও সক্রিয় হয়ে ওঠে বলে পুলিশের ধারণা।

