পুজো আসছে, এমএমআইসিদের সঙ্গে মিটিংয়ে বসলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি :পুজো আসছে, এমএমআইসিদের সঙ্গে বিশেষ মিটিংয়ে বসলেন মেয়র গৌতম দেব । এদিন এমএমআইসিদের মিটিংয়ে মেয়র গৌতম দেব জানান পুজোর সময় শহরে শান্তির শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সকলের। এদিন তিনি আরো জানান আমাদের সবার দায়িত্ব শহরে শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেটা দেখা। এ বিষয়ে সকল এম এমআইসিদের দায়িত্ব নিতে হবে, দায় এড়িয়ে যেতে পারবেন না কাউন্সিলরেরাও, তাদের সবার দায়িত্ব শহরের যাতে কোন ঝামেলা সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখা । শহরে যানজট সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে, বিশেষ করে শিলিগুড়ি শহরের মাঝের ওয়ার্ড গুলিতে যানজট সমস্যা নিয়ে দিনের পর দিন অভিযোগ আসছে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, যাতে সমস্যা আরো বেড়ে না যায় এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
তিনি আরো জানান অতিরিক্ত যানজট থেকে ঝামেলার সৃষ্টি হয়, আমাদের সবার দায়িত্ব যাতে ঝামেলা যাতে বেড়ে না যায়। এছাড়া রাত্রিবেলা নানা রকমের সমস্যার কথা শুনতে পাচ্ছি, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা সবার আগে আমাদের ভেবে দেখতে হবে, রাত্রিবেলা বিশেষ করে ৯ টা থেকে ১১ঃ০০ টা পর্যন্ত, বেশি ঝামেলার খবর পাওয়া যায়, এই ব্যাপারে আমাদের প্রশাসনকে কঠোর হতে দমন করতে হবে। ডেপুটি মেওর রঞ্জন সরকার জানান পুজোর আগে অপরাধ বাড়ে, বিভিন্নভাবে অর্থ উপার্জনের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে, এই সময় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোন সমস্যা না বেড়ে যায়। আমাদের সবার একার পক্ষে সম্ভব না চারদিক ঘুরে দেখা, পুলিশ এবং প্রশাসনকে সমভাবে একযোগে কাজ করতে হবে। পুজোর আগে মিটিং হচ্ছে হবেও, আমাদের সবাইকে এই ঝামেলা থেকে মুক্ত হতে নিজেদের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানান মেয়র গৌতম দেব। এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরে এমএমআইসি পুরসভার প্রতিনিধিগণ এবং অন্যান্য কাউন্সিলরেরা। মেয়র আরো জানান আর বাকি ৪৫ দিন। পুজো যাতে নির্ঝন্ঝাট ভাবে কাটে সেটা দেখতে হবে।