পুরস্কার পেতে ভালই লাগে তবে যদি যোগ্য হই, এমনটাই জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী
নিজস্ব সংবাদদাতা : আমার পুরস্কার পেতে ভালই লাগছে। কারণ আমি আমার নেতাজি কেবিন কে যোগ্য করে তুলতে পেরেছি, এমনটাই জানালেন প্রণবেন্দু বাগচী। তিনি জানান আমি আমার দোকানকে আধুনিক করে তুলে নি ঠিকই তবে আমার দোকানের চায়ের গুণমান সবার চাইতে আলাদা। আর এটা আজকের থেকে না বহুদিন বহু সময় থেকে। আর এর জন্য পুরো কৃতিত্ব দাবি করতে পারেন আমার বাবা মন্টু বাগচি। তিনি যেভাবে কঠোর নিয়ম এবং শৃঙ্খলার মধ্য দিয়ে নেতাজি কেবিন কে নেতাজি কেবিন হিসাবে পরিচালিত করে তুলেছেন তার করা শাসন কিন্তু আমাদের এই জায়গাটায় নিয়ে এসে দাঁড় করিয়েছে।

প্রণব বাবু এও জানান আজকে শিলিগুড়ির মতো জায়গায় যেখানে আবহাওয়া শিলিগুড়ির মতো অসাধারণ পরিবেশ তৈরি করে যেখানে একের পর এক আধুনিক চায়ের দোকান মাথা তুলে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু আমি আমার নেতাজি কেবিন কে সঠিকভাবেই এগিয়ে নিয়ে চলেছি। আজকে সারা বাংলা থেকে মানুষ এখানে আসে যারা চায়ের দোকান বলতে নেতাজি কেবিনের নাম বোঝে। এই কৃতিত্ব শুধু আমার না আমার সাথে যারা ২৪ ঘন্টা পরিশ্রম করে চলে কৃতিত্ব তাদের সবার। সকাল থেকে সন্ধ্যা বছরের ৩৬৫ দিন এভাবে নেতাজি কেবিনের ভিড় হতে থাকে সত্যি সত্যিই ঈর্ষা হওয়ারই কথা।
তিনি আরো জানান আমি এত বছর ধরে দোকানে আসছি মানুষের নেতাজি কেবিনের প্রতি ভালোবাসা দেখেছি, শুধুমাত্র চায়ের গুণমান ধরে রাখতে পেরেছি বলে। আজকের থেকে না বহুদিন ধরে মানুষের বিশ্বাস ওটা, বাংলা জুড়ে মানুষের বিশ্বাস ভালো চা যদি খেতে চাও নেতাজি কেবিনে যাও, শুধু চা ই পাবে না টোস্ট ওমলেট সবই পাবে। সবকিছু মিলিয়ে আমার নেতাজি কেবিন গড়ে উঠেছে। কাজেই এই কৃতিত্ব সবার, আমি শুধু বাহক মাত্র এমনটাই জানালেন প্রণবেন্দু বাগচি।

