প্রবল গতিতে আছড়ে পড়লেন ২২০০ ফুট গভীরে , ২ শ্রমিকের মৃত্যু হল ECL-এর খনিতে ভয়াবহ দুর্ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : ইসিএলের খনিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেলো চাকা মেরামত করতে গিয়ে। খনিগর্ভের ভিতরে দু’হাজার ফুট নীচে পড়ে এক মর্মান্তিক মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনাটি ঘটে ইসিএল-এর চিনাকুড়ি এক/দুই নম্বর খনিতে। ইসিএল-এর এই খনিটি রয়েছে কুলটি বিধানসভা এলাকায়। জানা গিয়েছে, খনিতে নামার যে ডুলি থাকে, তারই যন্ত্রাংশ মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকা যন্ত্রাংশ ভেঙে পড়ে।এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম অশোক বাউরি। অন্য আর একজন শ্রমিক প্রায় ২২০০ ফুট নীচে খনিগর্ভে আছড়ে পড়েন। তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঘণ্টা দুয়েক পর। মৃতের নাম অনিল যাদব।
এই ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।তবে তাঁদের ইসিএল-এর সাকতোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁরা ইসিএল-এর স্থায়ী শ্রমিক নন, তাঁরা ঠিকা শ্রমিক। আরও জানা গিয়েছে, ঠিকা শ্রমিকদেরই ওই বিপজ্জনক খনির চাকার উপর পাঠানো হয়েছিল। যদিও সকলেরই সেফটি বেল্ট ছিল। কিন্তু খনির যন্ত্রাংশ এতটাই জং ধরেছিল যে তা দুর্বল হয়ে গিয়েছিল। তা ভেঙে যেতেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গোটা ঘটনায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তাঁরা।মৃতদেহ দুটি সাকতোরিয়া হাসপাতালে পাঠানোর পর আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ময়নাতদন্তের জন্য। তবে ঘটনার পর ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্বরে।