প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, ব্যাপক চাঞ্চল ছড়ালো এলাকা জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : রাজগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছে বিধাননগর পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমপর্ণ করা ছিল তার। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ায় পুলিশ আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিডিও আত্মসমপর্ণ করেনি এবং মামলার তদন্তে এটির প্রভাব রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে এদিকে এই ঘটনায় এদিন এলাকায় উত্তেজনাও ছড়ায় ।

এদিকে বিচার প্রক্রিয়ার প্রতি জনসাধারণের নজর রয়েছে। প্রশান্ত বর্মনের কাছ থেকে কোন মন্তব্য না পাওয়া গেলেও তিনিও যে তৈরি হচ্ছেন এই খবর আপাতত আছে। তিনি তার ঘনিষ্ট মহলে জানিয়েছেন কোনভাবেই তিনি এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত নন। তাকে এই ঘটনার সাথে উদ্দেশ্য পণোদিতভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে। তার ভালো কাজের জন্য অনেকেই তার প্রতি হিংসা এবং তার জনপ্রিয়তা যাতে ভাটা পড়ে যায় সেই কারণে এই প্রতিহিংসা মূলক কার্যকলাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশান্ত বর্মন। এদিকে গোটা এলাকা জুড়ে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিক্ষোভ এর আগুন চারিদিকে জ্বলছে। অনেক মানুষ জানিয়েছেন তারা এই ঘটনার কোন কিছুই বুঝতে পারছেন না। সবকিছুই নির্ভর করবে প্রশান্ত বর্মনের মন্তব্যের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *