ফিরাদ হাকিম উদ্বোধন করলেন লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের! পুরবোর্ড গঠন নিয়ে কী জানালেন মন্ত্রী, একবার জেনেনিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার মন্ত্রী ফিরাদ হাকিম শ্রীরামপুরে উদ্বোধন করেন লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের । তিনি প্রথমে ১৪৩ একর জমিতে দি ক্যালকাটা ট্রান্সপোর্ট লজিস্টিক হাবের শিলান্যাস করেন পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে।লজিস্টিক হাবের গুরুত্ব বুঝাতে গিয়ে মন্ত্রী এও বলেন, আগামিদিনে কোনও বড় লরি ঢুকবে না শহর কলকাতায়। পণ্য খালি হবে এই লজিস্টিক হাবে। এখান থেকে সেই পণ্য ছোট গাড়িতে পৌঁছে যাবে কলকাতার বাজারগুলোতে। এর ফলে একদিকে দুষন যেমন কমবে এবং তেমন মুক্তি মিলবে যানজট থেকে। ধাপে ধাপে ইলেকট্রিক করে দেওয়া হবে সরকারি যানবাহন।

অন্যদিকে তিনি ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডে । ১৪ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পাম্পিং স্টেশন। মন্ত্রী আরও বলেন, শ্রীরামপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পরে অল্প বৃষ্টিতেই। এবার দূর হবে সেই সমস্যা।অপরদিকে জট কাটেনি আসানসোল পৌরনিগমে ডেপুটি মেয়র নিয়ে । রাজ্যপালের হাতে গিয়েছে সেই ফাইল । কিন্তু তিনমাস পেরিয়ে গেলেও ডেপুটি মেয়র পদে কেউ না থাকায় সমস্যায় পড়েছে পৌরনিগম। আর এই জটিলতার মধ্যে মন্ত্রী ফিরাদ হাকিম এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কথা চলছে আসানসোল পৌরনিগম নিয়ে।দ্রুত বোর্ড গঠন হবে। আমরা দু’জন মেয়রের নাম ঘোষণা করেছিলাম। ফাইল আছে রাজ্যপালের কাছে। উনি যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়িই বোর্ড গঠন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *