ফোন পে গুগল পের যুগে ক্রমশ হারিয়ে যাচ্ছে মানিব্যাগ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এখন ফোনে আসছে টাকা। ফোন থেকে ফোনে হয়ে যাচ্ছে পেমেন্ট। আর সেই কারণে ক্রমশ হারিয়ে যাচ্ছে মানিব্যাগ। আর দরকার পড়ছে না মানিব্যাগ। আগে মানিব্যাগ ছাড়া চলতে পারত না যুবকেরা। দামি দামি ফোন পকেটে, আর সেখান থেকেই চলে যাচ্ছে টাকা, মুদির দোকান কি রেস্টুরেন্ট কি সবজি বাজার সব জায়গায় ফোন পে এবং গুগল পে এসে পড়েছে। অতএব বিদায় মানিব্যাগ।

তবে কি শেষ হয়ে গেল মানিব্যাগের যুগ? এখনো অনেকে ব্যবহার করেন মানিব্যাগ। এখনো চলছে মানিব্যাগ, তবে সেটা কতদিন এবং কতদূর? এখন মানব সভ্যতার সহজ পথে চলছে, আর দরকার পড়ছে না কোন কিছুর, এখানে মানিব্যগ একটা তুচ্ছ জিনিস, তবে বহু স্মৃতি এবং বহু ইতিহাস আছে এই মানিব্যাগ কে নিয়ে, আজকে ফোন পে, এবং google পের যুগে মানিব্যাগ ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছে, সহজেই হয়ে যাচ্ছে টাকা আদান প্রদান। আর দরকার হচ্ছে না মানিব্যাগের, পকেট থেকে কষ্ট করে বের করে আর টাকা দিতে হচ্ছে না,। তবে সবাই বলছেন ফিরবে মানিব্যাগ। যুগের সাথে তাল মিলিয়ে ফিরবে মানি ব্যাগ। শুধু সময়ের অপেক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *