বয়স্কদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন শিলিগুড়ির কাউন্সিলর শ্রাবণী দত্ত, এটা আমার এক আলাদা অনুভূতি, এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : বয়স্কদের সংবর্ধনা দিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত। তিনি জানালেন এটা আমার কাছে একটা অন্য ধরনের অনুভূতি। আমি বহু বছর ধরে কাউন্সিলর আছি অনেক ধরনের কাজ করে চলেছি, কিন্তু এই ধরনের কাজ সত্যি সত্যি আমাকে আলাদা ধরনের অনুভূতি জাগায়। ধন্যবাদ আমার ওয়ার্ডের সমস্ত পুরুষ এবং মহিলা কর্মীদের যারা অক্লান্ত পরিশ্রম করে করে আমার ওয়ার্ডে ৭০ বছরের উপরে বয়স্কদের নাম খুঁজে বের করেছেন। তাদের বয়স হয়েছে তারা অনেক কিছু চাইবেন আর আমাদের উচিত তাদের ইচ্ছে পূরণ করা। আমাদের কাছে বয়স্ক মানুষদের আশীর্বাদ একা আলাদা অনুভূতি জাগায়। সত্যি সত্যি আমরা এই কাজটা যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি তবে কিন্তু আমার কাছে এই কাজের গুরুত্ব এবং মূল্য আলাদা রকম হয়ে থাকবে। আজকে যাদের সম্বর্ধনা দিলাম তাদের মধ্য কয়েকজন এসেছেন , রোজ সম্বর্ধনা জানানো হবে। এর মধ্যে কোন ভুল নেই । কারণ এই ঠান্ডার মধ্যে এতজন বয়স্ক মানুষকে এক জায়গায় আনা কোনভাবে সম্ভব হয় না। তাই রোজ যত জনকে সম্বর্ধনা জানানো হবে তার একটা আলাদা লেখা লিখে রাখছি।

তার কথায় ৭০ বছরের উপরে প্রচুর মানুষ হয়ে গেছেন। একবারে এত জনকে একদিনে সংবর্ধনা জানানো কোনভাবেই সম্ভব হয় না। তাই ভাগ ভাগ করে সম্বর্ধনা জানানো হলো। এদিকে ওয়ার্ডের বয়স্ক মানুষেরাও তারিফ করছেন কাউন্সিলরকে। তারা জানান এটা অত্যন্ত সাধু উদ্যোগ। আমাদের খুব ভালো লেগেছে, আমরা আশীর্বাদ করি একজন ভালো মহিলাকে। উনি আবার ঘুরে আসবেন আমাদের এটাই ইচ্ছে, উনি আবার কাউন্সিলর হবেন।

