বর্ধমানের চাল ত্রিপুরায় গেল ট্রেনে করে, জেলার ব্যবসায়ীরা খুশি রেলের ভূমিকায়
বেস্ট কলকাতা নিউজ : ব্যবসা পত্রের অবস্থা খুবই খারাপ দীর্ঘ লকডাউনে জেরে । প্রায় বন্ধ ট্রেন চলাচলও। এরই মধ্যে ত্রিপুরায় ৫১০ টন চাল পাঠানো হল এ রাজ্যের শস্য গোলা বলে পরিচিত বর্ধমান জেলা থেকে। ফলে বর্ধমানের ব্যবসায়ীরাও দারুণ খুশি। তাঁরা আরও জানান, এই চালের ভাল চাহিদা রয়েছে ত্রিপুরায়। এমনকি পরিবহণ খরচেও ছাড় দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে একদিকে যেমন খরচ কমল তাঁদের, পাশাপাশি, নতুন করে চাল পাঠানোর সুযোগও মিলল বাইরে। যা তাঁদের কাছে একটা বড় সুযোগ এই অতিমারী পরিস্থিতিতে। কারণ বাইরে চাল গেলেই তাদের লাভ বাড়বে, এদিকে তৈরি হবে চাহিদাও।
শুক্রবার এই চাল পরিবহণ শুরু হল বর্ধমান রেলওয়ে পরিবহণ দফতরের পক্ষ থেকে। এদিন বর্ধমান থেকে ত্রিপুরায় পাঠানো হল ৫১০ টন চাল। রেল আধিকারিকরা জানান, এটি স্মরণীয় ও আনন্দের দিন পূর্ব বর্ধমান রেল বিভাগের কাছে। এদিন চাল ব্যবসায়ীদের সংবর্ধনাও দেওয়া হয় রেলের পক্ষ থেকেও। বর্ধমান রেলের পরিবহণ দফতরের আধিকারিক বাল যোগেশ্বর প্রসাদ জানাচ্ছেন, লকডাউনের সময় বিভিন্ন মিল মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব হল এই চাল পরিবহন করা। রফতানির বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে ব্যবসায়ীদের উৎসাহ দিতেও। আগামী দিনেও এমন অনেক সুবিধা দেওয়া হবে ব্যবসায়ীদেরকে।