বাংলার শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন করোনা কালে স্কুলে পাঠদানের এক নতুন মডেল তৈরি করে
বেস্ট কলকাতা নিউজ : বাংলার শিক্ষক গোটা দেশকে একরকম তাক লাগিয়ে দিয়েছেন কোভিড পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়ানোর নতুন এক মডেল তৈরি করে। জানা গেছে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁকে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বাংলা থেকে এবার একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষকের নাম হরিস্বামী দাস। গোটা দেশ থেকে মোট ৪৪ জন এবার এই সম্মান পেতে চলেছেন। মালদহের শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামীবাবু। গত বছর লকডাউন শুরু হওয়ার পর তিনি পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখাও করেছেন সহ-শিক্ষকদের নিয়ে। এমনকি প্রয়োজনীয় কাউন্সেলিংও করেছেন সন্তানসম ছাত্রছাত্রীদের মানসিকভাবে চাঙ্গা রাখতেও। চলতি বছরে তিনি নয়া দিল্লিকে জানিয়েছেনএমনকি ‘হাইব্রিড লার্নিং’ (Hybrid Learning) পদ্ধতির কথাও।
করোনা আবহে অর্ধেক পড়ুয়া স্কুলে এবং অর্ধেক পড়ুয়া বাড়িতে থেকে কীভাবে পড়াশোনা করতে পারবে, এই মডেল মূলত তা নিয়েই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকেরও যা এমনকি পছন্দ হয়েছে । বাংলা থেকে এবারের রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলা শিক্ষক QR কোড তৈরি করেছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেকটি বইয়ের। যা রাজ্যের আর কোনও স্কুল করেনি। এর ফলে প্রত্যেক ছাত্রছাত্রী যেকোনও জায়গায় যেকোনও বই পড়ে ফেলতে পারছেন একটি মোবাইল থেকেই। উল্লেখ্য , হরিস্বামীবাবু দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল মালদহের এই স্কুলটি। শিশুমিত্র পুরস্কার পেয়েছিল ২০১৮ সালে। যামিনী রায় পুরস্কার পায় ঠিক তার পরের বছর।