বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা, রোদ ঝলমলে পুজোর আভাস দিচ্ছে হাওয়া অফিস
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বর্ষা দাপট হারিয়েছে বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাত্ বুধবার থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল থেকে। তবে জায়গায় জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে , তবে তা প্রভাব ফেলতে পারবে না খুব বেশি মাত্রায়। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর , কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস নিম্নচাপ আপাতত শক্তি হারিয়েছে বলেই। তাই ভারী বৃষ্টি এখন হবে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও এমনকি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
পুজোর বাদ্যি বেজে গেছে ইতিমধ্যেই , রাত পোহালেই শুরু হতে চলেছে মহালয়া। তার সঙ্গেই সুখবর শোনাচ্ছে আলিপুরের আবহাওয়া দফতর। এবছর যেভাবে বাংলা জুড়ে বর্ষার শুরু থেকে দাপিয়ে ব্যাটিং করেছে বৃষ্টি, তাতে অনেকেই আশঙ্কা করেছিলেন বৃষ্টি এবার পুজোর আনন্দ মাটি করে দেবে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দফতরের খবরে থাকছে না সেই আশঙ্কা। তবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এটি বিস্তৃত রয়েছে তামিলনাডু উপকূল পর্যন্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত কর্ণাটক উপকূল পর্যন্ত । এটি গেছে কেরল ও লাক্ষাদ্বীপের উপর দিয়ে। তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর গড়িয়ে বিকেলের দিকে।