বাজারে আগুন দাম সবজির, কিনতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ
শিলিগুড়ি : দিনের পর দিন বেড়েই চলেছে সবজির দাম, শিলিগুড়িতে আকাশছো আসিতে সবজি। কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সাধারণত শীতকালে লোকের সবজি খাওয়ার ইচ্ছে অনেকটাই বেড়ে যায়, এইবারও হয়তো তার ব্যতিক্রম নয়। তবে শিলিগুড়ির প্রধান তিনটি বাজারে লাগাম ছাড়া সবজির দাম অনেকটাই বিভ্রান্ত করেছে সাধারণ মানুষকে। সন্ধ্যাবেলা বাজার করতে এসে সবজির দাম শুনে, চোখ কপালে উঠেছে সাধারণ লোকের। এর উপরে মাছের দামও খুব একটা নিচে নেই, কাজেই সমস্যায় সব ধরনের মানুষই। সবচেয়ে বেশি ভুগছেন যারা একেবারে নিরামিষ খান। তাদের ক্ষেত্রে রোজ বাজার করাই মুশকিল হয়ে পড়েছে।
এদিকে চরম সমস্যায় পড়ে গেছে নিরামিষ হোটেলগুলিও, নিরামিষ খাওয়ার পরে কত দাম জিজ্ঞাসা করার সময় দোকানদারদের উত্তর শুনে চোখ কপালে উঠছে খদ্দেরদের। খাবারের পাতে সবজি না থাকলে সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যায়, গত ৩০ বছরের মধ্যে এতটা সবজির দাম কোনদিন বেড়েছে বলে মানুষ মনেও করতে পারবেন না। সবচেয়ে বড় কথা কেন বাড়ছে সবজির দাম তা জানেন না কেউই।