বাস্তব সত্যিটা জানেন না, এনসিআরবি আধিকারিকদের তীব্র সমালোচনায় সরব হল আরজি করের নির্যাতিতার পরিবার
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা নিরাপদ নয় ৷ নিরাপদ শহরের তকমা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এনসিআরবি ৷ বাস্তব পরিস্থিতি বিচার না করে শুধু নথিপত্র ঘেঁটে রিপোর্ট তৈরি হয়েছে ৷ এমনটাই মনে করে আরজি করে নির্যাতিতার পরিবার ৷ সম্প্রতি কলকাতাকে দেশের মধ্যে নিরাপদতম শহর হিসেব চিহ্নিত করেছে এনসিআরবি ৷ পরপর চারবার এই শিরোপা পেল কলকাতা ৷ ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দল এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে ৷ এবার একই পথে হাঁটল নির্যাতিতার পরিবার ৷

নিহত চিকিৎসক তরুণীর বাবা মনে করেন, এই রিপোর্ট যাঁরা তৈরি করেছেন তাঁরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত নন ৷ তাঁদের কাছে থাকা নথির উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি বলেন, “কলকাতায় যত অপরাধ হয় তার মধ্যে ৯০ শতাংশ ক্ষেত্রে পুলিশে অভিযোগ দায়ের হয় না ৷ মাস তিনেক আগে ঘোলা থানা এলাকায় একটি মেয়েকে মারধর করা হয়েছিল ৷ সেই ঘটনার কথা এখনও কেউ জানে না ৷ আর এই ধরনের ঘটনা কলকাতায় রোজই ঘটে ৷ এখানে একটা ছ’মাসের শিশুও নিরাপদ নয় ৷ এনসিআরবির আধিকারিকরা অফিসে বসে রিপোর্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন ৷ এখন দেখা যাচ্ছে দেশের শিক্ষিত লোকেরাই বাকিদের বোকা বানানোর চেষ্টা করছেন ! এই শহরে পুরুষ, নারী বা শিশু কেউ নিরাপদ নয় ৷ “
রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা-ও ৷ তাঁর কথায়, “নিরাপত্তা থাকলে আমায় মেয়েকে নিজের হাসপাতালেই এভাবে শেষ হয়ে যেতে হত না ৷ এমন ঘটনা এখানে ঘটতেই থাকে ৷ কসবার কলেজেও একটি ঘটনা ঘটেছে ৷ আমার মনে হয় গত এক বছরে দুশোর বেশি এ ধরনের ঘটনা ঘটেছে ৷ কোথাও কোনও ব্যবস্থা হয়নি ৷ এই শহরে অপরাধ হলেও অনেক সময় সে খবর পুলিশ পর্যন্ত জানে না ৷