দিল্লি, মুম্বইয়ে নাইট কার্ফু জারি থাকবে বর্ষবরণ রাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকার গোটা দিল্লিতে নৈশ কার্ফু জারি করল আজ বর্ষবরণের রাতে। পাঁচজনের বেশি জমায়েতও এমনকি নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে। এছাড়াও জারি করা হয়েছে ১৪৪ ধারা। দিল্লি প্রশাসনের এক নির্দেশে বলা হয়েছে, প্রকাশ্য জায়গায় করা যাবে না কোনও রকম পার্টির আয়োজন। এই বিধি নিষেধ জারি থাকবে ৩১ ডিসেম্বর রাত ১১টা থেকে পরদিন ভোর ৬টা এবং ১ জানুয়ারি একই সময়ে।

এদিকে নাইট কার্ফুও জারি করা হয়েছে দেশের বাণিজ্য নগরী মুম্বইতেও।কোনওরকম হই হুল্লোড় এবার হবে না এমনকি রেস্তরাঁ, কাফে, পাব, বার, নৌকা এমনকী বাড়ির ছাদেও। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি নৈশ কার্ফু জারি হয়েছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতেও। সবরকম হুল্লোড় বন্ধ করা হয়েছে সেই শহরেও। অন্.দিকে, বুধবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, নৈশ কার্ফুর কোনও দরকার নেই শহর কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *