বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জমা জলে ! অবশেষে রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। জানা গেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে বলেই ৷ একইসঙ্গে এই ঘটনায় CESC ও কলকাতা পুরসভাকে কী পদক্ষেপ করেছে সে কথা জানিয়ে ৯ নভেম্বর রিপোর্ট দাখিল করার নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ এর পাশাপাশি শহরের নিকাশি ব্যাবস্থার পরিস্থিতি কী সেটাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ , এর আগে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আবেদন করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয় ৷ তাছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে ৷ দ্রুত সেই মামলাগুলির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷

মূলত সোমবার মধ্যরাত থেকে আচমকা বৃষ্টি শুরু হয় কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলের তলায় চলে যায় গোটা শহর ৷ এরপর মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর আসতে থাকে ৷ এই ঘটনায় প্রথম থেকেই CESC-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মৃত্যুর জন্য CESC-কেই দায়ী করেন ৷ পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ৷ এরপর হাইকোর্টের তরফেও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হল ৷

চলতি বছরে বর্ষার শুরু থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ বাংলার পাশাপাশি গোটা দেশেই এবার বৃষ্টির পরিমাণ বেশি ৷ বেশি বৃষ্টির কারণে পুজোর প্রস্তুতিও ব্যাহত হয়েছে ৷ তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে মঙ্গলবারই ৷ তিন-চার ঘণ্টার মধ্যে কলকাতায় ২৫১ .৪ মিলিমিটার বৃষ্টি হয় ৷ তার জেরে মৃত্যুর পাশাপাশি কলকাতার জনজীবন ও সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় ৷ মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্যরা জল নামানোর কাজ পরিদর্শন করেন ৷ আর এই জমা জলের কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এত মানুষের প্রাণ গিয়েছে ৷ সেদিনই কয়েকজন আইনজীবী চিঠি লিখে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানান ৷ পরে আনুষ্ঠানিকভাবে মামলাও দায়ের হয় একাধিক বেঞ্চে ৷ এবার ক্ষতিপূরণের নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *