শুধুমাত্র পাবলিসিটি, কাজের কাজ কিচ্ছু না! ফিরহাদ হাকিম এভাবেই কটাক্ষ করলেন দেশের প্রধানমন্ত্রীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই ভারত ১০০ কোটির মাইলফলক পার করেছে করোনা টিকাকরণের ক্ষেত্রে। যে কারণে নরেন্দ্র মোদীকে কুর্নিশ জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের তরফে। এমনকি আন্তর্জাতিক মহল থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে। একটি ট্যুইট করে গতকাল নরেন্দ্র মোদী লিখেছেন, “ভারত এক ইতিহাস গড়ল।১০০ কোটি করোনা টিকার মাইলফলক পার করা সম্ভব হয়েছে ভারতীয় বিজ্ঞান ও ১৩০ কোটি জনগণের মিলিত প্রচেষ্টাতেই। চিকিত্‍সক, নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে অসংখ ধন্যবাদ, যারা সাহায্য করেছেন এই লক্ষ্যপূরণে।”

আর রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করেছেন এই বিষয়টিকেই। তাঁর কথায়, “সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র পাবলিসিটিটাই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আমাদের ১৫০ কোটি মানুষ অর্থাত্‍ ৩০০ কোটি টিকা প্রয়োজন দুই ডোজ মিলিয়ে। সেখানে ১০০ কোটি টিকাকারণ হয়েছে মাত্র দেড় বছরে তাহলে আরও তিনি-চার বছর সময় লাগবে সবাইকে টিকা দিতে গেলে। বাচ্চাদের কিছুই হয়নি এখনও পর্যন্ত ।” এর পাশাপাশি তাঁর আরও সংযোজন, “টিকাকরণ সার্টিফিকেটে যদি প্রধানমন্ত্রীর ছবি থাকে তাহলে মোদীর ছবি থাকা উচিত্‍ করোনার ডেথ সার্টিফিকেটেও। জন্মদিনের দিন রেকর্ড টিকা দেওয়া হল নিজের জন্মদিনের আগে একমাস টিকাকরুন কর্মসূচি বন্ধ রেখে।কোনো মানে হয় না এসব ফলস প্রোপাগান্ডার। আর আমরা এখনও পাচ্ছি না পর্যাপ্ত পরিমান টিকা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *