বিল গেটস অভিভূত হল করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সমগ্র বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়৷ ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে ভারতে৷ কিন্তু ভারত কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে যে ভাবে, যে ভাবে বৈজ্ঞানিক সাফল্যও এসেছে টিকা আবিষ্কারের ক্ষেত্রে আর তাতেই একরকম অভিভূত বিল গেটস৷ মূলত ভারত জোড়া ভ্যাকসিনে সিলমোহর দিয়েছে একই সঙ্গে৷ টিকাকরণ শুরু হবে এমনকি আগামী দশ দিনের মধ্যেই৷ মাইক্রোসফট কর্তা ভূয়ষী প্রশংসা করলেন ভারতের এই উদ্যোগেরই৷ তবে শুধু গেটসই নন, বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসও ভারতের প্রশংসার পঞ্চমুখ৷
প্রসঙ্গত, রবিবার অক্সফোর্ডের কোভিড টিকা কোভিশিল্ডে অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল৷ভারতে এই টিকা উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট৷এর পর দিনই ছাড়পত্র দেওয়া হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন টিকাকে৷ভারত বায়োটেক এটি তৈরি করেছে৷