বিশ্বের ইতিহাসে এক অনন্য মুহূর্ত, ইরানের প্রথম সম্রাজ্ঞী হিসেবে রাজ্যাভিষেক হল ফারাহ পাহলভির
নিজস্ব সংবাদদাতা : প্রায় ৬০ বছর আগে ইরানে এমন এক ঘটনা ঘটেছিল, যা নীরবে হলেও রাজকীয় ইতিহাসের ধারা বদলে দিয়েছিল। তেইশ–চব্বিশ বছরের এক তরুণী তেহরানের গোলেস্তান প্রাসাদে সামনে এগিয়ে এসেছিলেন—শুধু রাজার সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ অধিকারেই এক সম্রাজ্ঞী হিসেবে। ফারাহ পাহলভি ইরানের ইতিহাসে এবং সমগ্র মুসলিম বিশ্বে প্রথম নারী, যিনি আনুষ্ঠানিকভাবে সম্রাজ্ঞী হিসেবে রাজ্যাভিষিক্ত হন। এই রাজ্যাভিষেক ছিল উচ্চাকাঙ্ক্ষা, গভীর প্রতীকী অর্থ এবং আধুনিকতার ভাবনায় পরিপূর্ণ এক ঘটনা। এটি শুধু একটি যুগকে সংজ্ঞায়িত করেনি, বরং সেই যুগের নাটকীয় পরিণতিরও পূর্বাভাস দিয়েছিল।


