বেঙ্গালুরু থেকে এনআইএ র জালে ধরা পড়লো খাগড়াগড় কাণ্ডের চক্রী হাবিবুর
বেস্ট কলকাতা নিউজ : বেঙ্গালুরু থেকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করল খাগড়াগড় বিস্ফোরণএর ঘটনার অন্যতম চক্রী বলে অভিযুক্ত হাবিবুর রহমানকে । বেঙ্গালুরু থেকেই গত বছর গ্রেফতার করা হয়ে হয়েছিল জেএমবি-র অন্যতম শীর্ষ নেতা জহিদুল শেখ ওরফে কওসর এবং মুস্তাফিজুর রহমানকে।ওই দু’জনকে গ্রেফতারের সময়ে হাবিবুরও বেঙ্গালুরুতেই ছিল বলেই গোয়েন্দারা জানতে পারেন। কিন্তু সেই সময় পালিয়ে গিয়েছিল হাবিবুর। মঙ্গলবার তাকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা।
এনআইএ সূত্র উল্লেখ করে বলা হয়েছে, বেশ কয়েক মাস ধরেই বোলপুরের মুলকা শান্তিপল্লির বাসিন্দা হাবিবুর বেঙ্গালুরু শহরের নিকটে একটি বাঙালি শ্রমিকদের বস্তিতে আত্মগোপন করে ছিল । কওসরের ঘনিষ্ঠ হবিবুর জেএমবি-র অন্য এক শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনেরও ঘনিষ্ঠ বলেও পরিচিত । গোয়েন্দারা মনে করছছেন, হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য পাওয়া যাবে সালাউদ্দিন সম্পর্কে ।কওসরের মতো হাবিবুরও বুদ্ধগয়া বিস্ফোরণ এর সঙ্গে যুক্ত ছিল বলেও দাবি এনআইএ-র। বেঙ্গালুরুর আদালতে মঙ্গলবার হাবিবুরকে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবেকলকাতায়। উল্লেখ্য, খাগড়াগড় বিস্ফোরণ মামলার চার্জশিটেও নাম রয়েছেএই হাবিবুরের।