রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাসপাতালের চার তলায় অব্যবহৃত অপারেশন থিয়েটার থেকে খোঁজ মিলল নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে,মৃত রোগীর নাম বাপ্পা বাউড়ি (৩৭)। বাড়ি বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাদাকুলি বাউড়ি পাড়া এলাকায়।মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার পেটে ব্যথা শুরু হওয়ায় বাপ্পা বাউড়িকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।হসপিটালে কিছুটা সুস্থ বোধ করায় শুক্রবার তাঁর স্ত্রী তাঁকে হাসপাতালে রেখে বাড়ি ফিরে আসেন । শনিবার হাসপাতালে এসে তিনি স্বামীকে দেখতে পাননি । তখনই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোগী নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয়।

দু’দিন নিখোঁজ থাকার পর সোমবার রাতে হাসপাতালের চার তলায় অব্যবহৃত অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয় বাপ্পার ঝুলন্ত মৃতদেহ। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ হসপিটালে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় পুলিশএর তরফ থেকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে।হাসপাতালের সুপার সুব্রত রায় বলেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কী করে ওই রোগী চারতলার ওটি কমপ্লেক্সে উঠে এমন কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *